টিএসএলএস পরিচিতি
  • ট্রাস্ট সিকিউরিটি এন্ড লজিস্টিক সার্ভিসেস বাংলাদেশ সেনাবাহিনীর একটি অন্যতম নিরাপত্তা সেবা প্রদানকারী ব্যবসায়ীক প্রতিষ্ঠান।
  • সংস্থাটি গত ১৩ জুন ২০১০ তারিখে সেনাসদর আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে প্রতিষ্ঠা লাভ করে।
  • প্রতিষ্ঠা লগ্ন থেকে অদ্যাবধি সামরিক ও বেসামরিক পরিমন্ডলে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে সার্ভিস প্রদান করে সার্বিক সাফল্য অর্জনে সক্ষমতার পরিচয় দিয়েছে। ।
Trust Security & Logistic Services Ltd
Trust Security & Logistic Services Ltd
টিএসএলএস গঠনের উদ্দেশ্য
  • দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত জনবল সরবরাহের মাধ্যমে সামরিক/ বেসামরিক প্রকল্প/প্রতিষ্ঠান/সংস্থা/ব্যাংক সমূহে প্রয়োজনীয় নিরাপত্তা সেবা প্রদান করা ।
  • অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মসংস্থানের সুবন্দোবস্থ করা।
  • ব্যাংকের ক্যাশ ক্যারিং এর নিরাপত্তা সেবা প্রদান করা ।
  • প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করা ।

টিএসএলএস এর বৈশিষ্ট্য সমূহ

 টিএসএলএস একটি সুশৃংখল ও সুসজ্জিত নিরাপত্তা প্রদানকারী সংস্থা।
 টিবিএল সহ যে কোন প্রতিষ্ঠানে নিচ্ছিদ্র নিরাপত্তা সুরক্ষায় নিবেদিত এবং বদ্ধপরিকর।
 তুলনামূলক অন্যান্য সেবাপ্রদানাকারী সংস্থার তুলনায় ব্যতিক্রমধর্মী একটি অনন্য নিরাপত্তা প্রতিষ্ঠান।
 দক্ষ অফিসার, পরিদর্শক এবং সুপারভাইজার দ্বারা সার্বক্ষনিক তদারকির সুব্যবস্থা বিদ্যমান।
 ক্যাশ ক্যারিং কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম।
 অল্প সময়ের ব্যবধানে আমাদের অতন্দ্র প্রহরীরা বিভিন্ন সংস্থায় কর্মরত থেকে যথেষ্ট সুনাম অর্জন করছে।
 ক্রমান্বয়ে এর পরিধি বৃদ্ধি পাচ্ছে

সার্ভিস সমূহ

 অত্র প্রতিষ্ঠান কর্তৃক বিভিন্ন ক্যাটাগরীতে সুদক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে বেসামরিক গার্ড হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
 ট্রাস্ট ব্যাংক লিমিটেড ও রেডিসন হোটেলসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিরাপত্তা সার্ভিস প্রদান করা হয়।
 ব্যাংক সমূহে নিরাপত্তা প্রহরী ছাড়াও বিভিন্ন পদের দক্ষ সাব স্টাফ সরবরাহ করা হয়।

নিরাপত্তা প্রহরী নিয়োগ
  • নিরাপত্তা প্রহরী নিয়োগের ক্ষেত্রে টিএসএলএস দেশের প্রান্তিক জনগোষ্ঠী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদেরকে অগ্রাধিকার ভিত্তিতে মান সম্পন্ন শারীরিক গড়ন দেখে নিয়োগ দেয়া হয়।
  • নিচ্ছিদ্র নিরাপত্তা বিধানকল্পে প্রহরীদের অবশ্যই পুলিশি তদন্ত সম্পন্ন করা হয়।
Trust Security & Logistic Services Ltd
Trust Security & Logistic Services Ltd
রিক্রুটমেন্ট পদ্ধতি
  • নিরাপত্তা প্রহরীঃ টিএসএলএস কর্তৃক নিয়োগ প্রাপ্ত।
    বয়সঃ
    ২২-৫০ বছর (অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য অগ্রাধিকার)।
    শিক্ষগত যোগ্যতাঃ
    এসএসসি/এইচএসসি/অষ্টম শ্রেনী/সমমান
    শারীরিক যোগ্যতাঃ
    মেডিক্যাল-ক্যাটাগরি-এ
    উচ্চতাঃ
    ক্যাটাগরি -এঃ ন্যুনতম ৫ ফুট ৮ ইঞ্চি।
    ক্যাটাগরি-বিঃ ন্যুনতম ৫ ফুট ৬-৭ ইঞ্চি।
    ক্যাটাগরি-সিঃ নুন্যতম ৫ ফুট ৪-৫ ইঞ্চি।
  • নিরাপত্তা পরিদর্শকঃ এডব্লিউটি কর্তৃক নিয়োগ প্রাপ্ত।
  • সুপারভাইজারঃ এডব্লিউটি কর্তৃক নিয়োগ প্রাপ্ত।

পরিচালনা কমিটি