প্রজন্ম হোস্টেলের বৈশিষ্ট্য
  • শব্দ দূষণমুক্ত ,দক্ষিনা আলো বাতাসে ভরা ও খোলামেলা পরিবেশ ।
  • লেখাপড়ার জন্য উপযুক্ত নিরিবিলি পরিবেশ।
  • লিফটের সু-ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা।
  • সার্বিক নিরাপওার জন্য রয়েছে সিসি ক্যামেরা ও অটোমেশন সিস্টেম।
  • ফ্লোর টাইলস্‌ ও এট্যাচড বাথরুমে উন্নত ফিটিংস সহ সজ্জিত রুমের সু-ব্যবস্থা।
  • পরিস্কার পরিচ্ছন্ন।
  • অভিজ্ঞ বাবুর্চি ,উন্নত সুষম খাবার মেনুতে সু-স্বাদু খাবার।
  • ফিল্টারের মাধ্যমে বিশুদ্ধ পানির ব্যবস্থা।
  • বিনোদনের জন্য ইন্টারনেট ও ক্যাবল টিভির ব্যবস্থা।
  • জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে সিএমএইচে চিকিৎসার সু-ব্যবস্থা ।
ভর্তির নিয়মাবলী
  • পিতা বা মাতা চাকুরীরত এবং প্রতিরক্ষাখাত থেকে বেতনভুক্ত ও পরিবার ঢাকার বাইরে অবস্থানরত হতে হবে।
  • পিতা বা মাতার ইউনিটের অধিনায়ক কর্তৃক প্রত্যায়ন।
  • অবসরপ্রাপ্তদের সন্তানদের জন্যও আবেদন করা যাবে।
  • প্রতিষ্ঠান প্রধানের সিল ও সাক্ষর সহ এক কপি অনুমোদন পএ।
  • আবেদনকারীর জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পএের ফটোকপি ও ০২ কপি পাসপোর্ট এবং ০২ কপি ষ্ট্যাম্প সাইজের ছবি ।
হোস্টেলে অবস্থানকালীন সময়ে যা যা প্রয়োজন
  • মাসিক সিট রেন্ট ১৫০০/- টাকা ।
  • প্রতিদিন খাবার বাবদ ১৮০/- টাকা।
  • থাকার জন্য বাক্তিগত জিনিসপএের সাথে মশারী,চাদর,বালিশ এবং শীতের জন্য লেপ/ কম্বল।
সঙ্গে করে যা যা আনা যাবে না
  • টিভি,ডিভিডি প্লেয়ার,সাউন্ডসিস্টেম,আয়রন,ওয়াটার হিতার,রাইস কুকার,চেয়ার,বড় র‍্যাক এবং পড়ালেখার বিঘ্ন ঘটায় এমন কিছু সাথে আনা যাব না।
projonmohostel

projonmohostel
মঙ্গলদীপ প্যাসেন্ট এ্যাটেন্ডেন্টের বৈশিষ্ট্য
  • রোগীদের এ্যাটেন্ডেন্ট বাক্তিবর্গদের থাকা ও খাবারের সু-ব্যবস্থা।
  • বিনোদনের জন্য সর্বোচ্চ ৭ দিন গেস্টরুম বরাদ্দ পাওয়া যায়।
  • মঙ্গলদীপ নির্ঝর আবাসিক এলাকায় ১৪ তলা বিল্ডিং।
  • ফ্লোর টাইলস্‌ ও এট্যাচড বাথরুমে উন্নত ফিটিংস সহ সজ্জিত রুমের সু-ব্যবস্থা।
  • প্রতিদিন সকাল ০৮:০০ ঘটিকায় সরকারি ব্যবস্থাপনায় রোগীর সাথে এ্যাটেনন্ডেন্ট বাক্তিবর্গদের সিএমএইচে যাওয়া এবং ১৪০০ ঘটিকায় ফিরে আসার জন্য বাসের ব্যবস্থা।
  • লিফটের সু-ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা জেনারেটরের মাধ্যমে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা।
  • পরিস্কার পরিচ্ছন্নতার জন্য রয়েছে পরিচ্ছন্নতাকর্মী।
  • সার্বিক নিরাপওার জন্য রয়েছে সিসি ক্যামেরা।
  • জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে সিএমএইচে চিকিৎসার সু-ব্যবস্থা ।
আবেদনকারীর জন্য করনীয়
  • অধিনায়ক কর্তৃক সনদপএ/চিঠি।
  • সনদপএটি রেজিষ্টারে এন্ট্রি করতে হবে।
  • সিনিয়ারিটি অনুযায়ী রুম খালি থাকা শর্তে রুম বরাদ্দ দেওয়া হবে।
  • প্রতিদিনের জন্য ২০০/- টাকা হারে ৩০ দিন থাকতে পারবে । ৩০ দিনের পর অতিরিক্ত থাকতে হলে ১০০/- টাকা হারে পরিশোধ করতে হবে।
  • গেস্টরুমের জন্য প্রতিদিন ৪০০/- হারে পরিশোধ করতে হবে।

আমাদের অনলাইন সেবা-সমূহ

হোস্টেল রুম

পিতা বা মাতা চাকুরীরত/অবসরপ্রাপ্ত এবং প্রতিরক্ষাখাত থেকে বেতনভুক্ত ও পরিবার ঢাকার বাইরে অবস্থানরত সন্তানদের জন্যও হোস্টেল রুমের আবেদন করা যাবে।

রোগী রুম

মঙ্গলদীপ প্যাসেন্ট এ্যাটেন্ডেন্ট রেস্ট হাউজে অনলাইনে রুম বরাদ্দ করার ক্ষেত্রে আমাদের অনলাইনে নির্ধারিত আবেদন ফরমটি পূরন করতে হবে। একইসাথে আবেদনকারীর কর্মরত ইউনিট কর্তৃপক্ষের প্রত্যয়ন পত্রটি আবেদন পত্রের সাথে আপলোড করতে হবে।আবেদন ফরমটি পূরন করতে নিচের বাটনে ক্লিক করুন।

গেস্ট রুম

বিনোদনের ও অভিভাবক এর রুমের জন্য সর্বোচ্চ ৭ দিন রুম বরাদ্দ পাওয়া যায়।রুম নিতে নিচের বাটনে ক্লিক করুন ।

গ্যালারি

পরিচালনা কমিটি